অস্ট্রেলিয়া ১ উইকেটে ৮৬ (ম্যাকসুইনি ৩৮*, ল্যাবুসচেন ২০*, বুমরাহ ১-১৩) ৯৪ রানে পিছিয়ে কামিন্সের দল। টসে জিতে ভারত ব্যাট করার সিদ্ধান্ত নেন, ইনিংসের প্রথম বলেই যশস্বী জয়সওয়ালকে আউট করেন মিচেল স্টার্ক। এরপর রাহুল ও গির মিলে ৬৯ রানের পার্টনারশিপ করে। কেএল রাহুল ৬৪ বলে ৩৭ রান করে প্যাভিলিয়নে ফিরে যায়। বিরাট কোহলি ৮ বলে ৭ রান করে স্টার্কের বলে স্লিপে স্মিথের হতে তালবদ্ধ হন। অধিনায়ক রোহিত শর্মা আজ দলের স্বার্থে ওপেনিং না করে ৫ নম্বরে ব্যাট করতে নামেন, মাত্র ৩ রান করে আউট হন। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সবোর্চ্চ ৫৪ বলে ৪২ রান করেন নিতিশ কুমার রেড্ডি। ৪৪.১ ওভার ব্যাট করে ১৮০ রান করে ভারত। অস্ট্রেলিয়ার হয়ে স্টার্ক নেন ৪৮ রান দিয়ে ৬ উইকেট, অধিনায়ক কামিন্স ৪১ রান দিয়ে ২ উইকেট।
অস্ট্রেলিয়া দলিয় ২৪ রানের সময় বুমরার বলে আউট হন উশমান খজা। ম্যাকসুইনি ৩৮*, ল্যাবুসচেন ২০* রানে ভর করে ৩৩ ওভারে ৮৬ রানে ১ উইকেট হারিয়ে ১ম দিন শেষ করে।