ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কা মারা সেরা ৫ বাংলাদেশী ব্যাটসম্যান

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার পর ওয়ানডেতেও সর্বোচ্চ ছক্কার মালিক এখন মাহমুদউল্লাহ রিয়াদ।মাহমুদউল্লাহ রিয়াদ বাংলাদেশ ক্রিকেটের অন্যতম এক কিংবদন্তি হয়ে থাকবেন।

আসুন জেনে নেই ওয়ানডেতে বাংলাদেশের কার কয়টা ছক্কা রয়েছেঃ

৫. সাকিব আল হাসান: ২৩৪ ম্যাচ খেলে ছক্কা মারেন মাত্র ৫৪টি

৪. মাশরাফি মুর্তজা: ১৫৮ ম্যাচ খেলে ছক্কা মারেন মাত্র ৬২টি

৩. মুসফিকুর রহিম: ২৫৪ ম্যাচ খেলে ছক্কা মারেন ১০০টি
২. তামিম ইকবাল: ২৪০ ম্যাচ খেলে ছক্কা মারেন ১০৩টি
১. মাহমুদউল্লাহ রিয়াদ ২৩৮ ম্যাচ খেলে ছক্কা মারেন ১০৭টি


মাহমুদউল্লাহ রিয়াদ যেহেতু ওয়ানডে থেকে এখনো অবসর নেননি, হয়তো ক্যারিয়ার শেষে ওয়ানডেতে ১২০টি ছক্কার মালিক হয়ে সবার ধরা ছুয়ার বাইরে চলে যাবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

preload imagepreload image