মনে করুন, আপনি বিয়ে করলেন ৩০ বছর বয়সে। প্রথম বেবিই ছেলে সন্তান হলো।
সে ছেলেকে পড়ালেখা করে মানুষ করতে ২৫-২৬ বছর লাগবে। তবু্ও যে চাকরি হবে বা করতে পারবে তা বলা কঠিন।
ধরেন আপনার সে ছেলে সন্তান চাকরি না করেও বিদেশ গেলো, তবুও ২০-২২ বছর বয়স ছাড়া সম্ভব না।
তারমানে দাড়ালো ৩০+২০=৫০ বছর কম করে হলেও।
৫০+ বছর বয়সী একজন বাবা পরিশ্রম করতে আর সেইভাবে পারেও না। তখন সেই বাবা চাই ছেলের হাতে সংসারের দায়িত্ব দিয়ে শেষ জীবন টা অবসরে থাকতে।
তবে সরকারি চাকরি করে বা ভালো ব্যবসা করে তাদের হিসাবটা ভিন্ন হতে পারে।
আসলে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত বাবাদের পরিশ্রম করে যেতে হয় আমৃত্যু।
আবার অনেক সন্তান তো বাবা-মায়ের দায়িত্ব নেওয়া থেকে নিজেই অবসরে চলে যায় বিয়ের পরে।
জীবন বহুত কঠিন
লেখা- হোসেন সারওয়ার