বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হয়ে থাকে ২ বছর পর পর। গত সপ্তাহে পাকিস্তানকে হারিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। ফাইনালে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আজ ভারতকে হারিয়ে ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেন পাট কামিন্সের দল।
২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল অনুষ্ঠিত হবে লন্ডনের লর্ডসে। চলতি বছরের ১১ জুন থেকে শুরু হবে ফাইনাল ম্যাচটি।
২০১৯-২১ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড। ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছিল নিউজিল্যান্ডের কাইল জেমিসন।
২০২১-২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে ২০৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছিল অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড।
২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হবে কোন দল তার জন্য অপেক্ষা করতে হবে জুন মাস পর্যন্ত।