টিম ইন্ডিয়ার WTC ফাইনালে যাওয়া এই মুহূর্তে খুবই জটিল প্রশ্ন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ জিতলেও যেহেতু সিরিজ ১-১ , এর ফলে যে চাপ ভারতের উপর তৈরি হয়েছে পাশাপাশি শ্রীলঙ্কার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার ২-০ সিরিজ জয় ভারতকে আরো চাপে ফেলেছে।
১) ভারত অস্ট্রেলিয়াকে ৩-২ অথবা ৩-১ পরাজিত করলে কারো দিকে না তাকিয়ে নিশ্চিন্তে ভারত ফাইনালে যাবে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কাকে ২-০ হারালেও ফাইনালে উঠতে পারবে না। কারণ ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কাকে হারিয়ে অনেকটাই এগিয়ে গেছে আবার তারা যে পাকিস্তানকে হারিয়ে WTC ফাইনালে কোয়ালিফাই করে যাবে এটা প্রায় নিশ্চিত ভাবে বলা যায়।
২) ভারত যদি ২-৩ অথবা ১-৩ ব্যাবধানে হারে, সেক্ষেত্রে অস্ট্রেলিয়া স্পস্টতই WTC ফাইনাল খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।
তারমানে দাড়াচ্ছে ভারত অস্ট্রেলিয়ার কাছে আর কোন টেস্ট ম্যাচ না হারে, আর ৩ ম্যাচের মধ্যে ২টি ম্যাচ জয়লাভ করে তবেই WTC ফাইনাল খেলবে রোহিতের দল।
আপনার কি মনে হয় ভারত এই সিরিজে ঘুরে দাঁড়াতে পারবে ?