টেস্ট ম্যাচ সাধারণত সিঙ্গেল বা ডাবল রান নিয়ে স্কোর করে থাকে বেশি। তবে টেস্ট ক্রিকেটে ছক্কার চাইতে চার বেশি হয়ে থাকে কেননা অধিকাংশ ফিল্ডার ৩০ গজের মধ্যেই থাকে। ধির গতিতে রান তুলার এই ফরম্যাটেও বেশ কয়েকজন ব্যাটসম্যান আছে যারা ছক্কা মারতেও খুব বেশি পারদর্শি।
আসুন জেনে নেই সবচেয়ে বেশি ছক্কা মারা ১০ ব্যাটসম্যানের নাম:
১০. ব্রায়ান লারা ২৩২ ইনিংস খেলে ৮৮টি ছক্কা মারেন।
৯. এন্জোলো ম্যাথুস ২০৬ ইনিংস খেলে ৮৮টি ছক্কা মারেন।
৮. রোহিত শর্মা ১৩৩ ইনিংস খেলে ৮৮টি ছক্কা মারেন।
৭. ভিরেন্দ্রার শেবাগ ১৮০ ইনিংস খেলে ৯১টি ছক্কা মারেন।
৬. জ্যাক ক্যালিস ২৮০ ইনিংস খেলে ৯৭টি ছক্কা মারেন।
৫. ক্রিস গেইল ১৮২ ইনিংস খেলে ৯৮টি ছক্কা মারেন।
৪. টিম সাউদি ১৫৫ ইনিংস খেলে ৯৮টি ছক্কা মারেন।
৩. অ্যাডাম গিলক্রিস্ট ১৩৭ ইনিংস খেলে ১০০টি ছক্কা মারেন।
২. ব্রেন্ডন ম্যাকক্যালাম ১৭৬ ইনিংস খেলে ১০৭টি ছক্কা মারেন।
১. বেন স্টোকস ১৯৭ ইনিংস খেলে ১৩৩টি ছক্কা মারেন।
বাংলাদেশের তামিম ইকবাল আছেন ৫৭ নম্বর সিরিয়ালে, তামিম ১৩৪ ইনিংস খেলে ৪১টি ছক্কা মারেন। যিনি বাংলাদেশের মধ্যে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা মারা ব্যাটসম্যান।