ভারত-অস্ট্রেলিয়া সিরিজের চতুর্থ টেস্টে ২য় দিন শেষে ৩১০ রানে পিছিয়ে ভারত। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৭৪ রান করে অল-আউট হয়। ভারত ১৬৪ রানে ৫ উইকেট হারিয়ে ফলো-অন এড়ানোর সঙ্কায় রয়েছে।
MCG টেস্টে ফলো-অন এড়াতে ভারতের আসলে কত রানের প্রয়োজন? ফলো-অন এড়াতে হলে ভারতকে ২৭৫ রানে পৌঁছাতে হবে। ফলো-অন এড়াতে ভারতের আরো ১১১ রানের দরকার, রয়েছে ৫টি উইকেট। ৭ বলে ৬ রানে রিষাভ পন্ত এবং ৭ বলে ৪ রানে অপরাজিত রয়েছে জাদেজা।
ব্যাট করতে বাকি রয়েছে নিতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, বুমরাহ ও সিরাজ।