বিপিএলে রাজশাহীর নতুন নাম, খেলা হবে রাজশাহী স্টেডিয়ামে

২০১৬ সালে রাজশাহী রয়্যালস চ্যাম্পিয়ন হবার পরে বাকি তিন আসরে ছিলনা রাজশাহী থেকে কোন দল। আনুষ্ঠানিকভাবে রাজশাহীর নামকরণ করেছে ভ্যালেন্টাইন্স গ্রুপ। আগামী বিপিএলে অংশগ্রহণ করবে দুর্বার রাজশাহী নামে, জার্সি রং হচ্ছে রাজশাহীবাসীর সেই চির-চেনা হলুদ।
এছাড়াও রাজশাহীবাসীর জন্য খুশির খবর হচ্ছে রাজশাহী স্টেডিয়ামে দুর্বার রাজশাহী দলের কয়েকটি ম্যাচ আয়োজন করা হবে বলে জানিয়েছেন ইমতিয়াজ দ্বীপন। কোচিং প্যানেলে ব্যাটিং কোচ, বোলিং কোচ এবং ফিল্ডিং কোচ হিসেবে রাজশাহী থেকেই যোগ্য কাউকেই রাখতে চেয়েছেন। সেই সাথে ইমতিয়াজ দ্বীপন জানিয়েছেন রাজশাহীর লোকাল খেলোয়াড়দের প্রাধান্য দেওয়া হবে। তিনি আরও জানান রাজশাহীর যেহেতু দল ছিলনা তাই রাজশাহীর লোকাল অনেক খেলোয়াড় সুযোগ পেত না অন্য দলগুলো খুব একটা আগ্রহ দেখাতো না। ইমতিয়াজ দ্বীপন বলেন রাজশাহীর যে আটটি জেলা রয়েছে সেই জেলা গুলো থেকেই প্রতিভাবান ক্রিকেটারদের দুর্বার রাজশাহীতে সুযোগ দেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *