প্রগতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর পূর্ণাঙ্গ সূচি

আগামী ২৬ তারিখ শুরু হতে যাচ্ছে উত্তরবঙ্গের সবচেয়ে বড় ও জনপ্রিয় “প্রগতি ফুটবল টুর্নামেন্ট” টি। ২৬,২৭ ও ২৮ সেপ্টেম্বর তিনদিন ব্যাপী চাঁপাইনবাবগঞ্জ জেলার দেবীনগর হাইস্কুল মাঠে এই প্রতিযোগিতা চলবে। টুর্নামেন্টে অংশ নিয়েছে ১৬ টি দল। চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে মোটরসাইকেল এবং রানার-আপ দলকে দেওয়া হবে ফ্রিজ।
১৬টি দলকে নিয়ে আজ মঙ্গলবার রাতে লটারি অনুষ্ঠিত হয়।
দেখে নিন প্রগতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর পূর্ণাঙ্গ সূচি
১ম দিন: বৃহস্পতিবার

১ম ম্যাচ সকাল ৮:৩০ মিনেটে- দেবীনগর ফুটবল দল বনাম রাইজিং স্টার
২য় ম্যাচ সকাল ৯:৪৫ মিনেটে- বন্ধু বীজ ভান্ডার (গোদাগাড়ী) বনাম চ্রত্রাপুকুর একাদশ (সাফিনা পার্ক)

৩য় ম্যাচ সকাল ১১:০০ টায়- রাজশাহী ফাইটার্স বনাম ইসলামপুর বাইয়াপাড়া ফুটবল দল

৪র্থ ম্যাচ দুপুর ১২:৪৫ মিনেটে- সারাংপুর যুব সংঘ বনাম ইসলামপুর ফুটবল দল

২য় দিন: শুক্রবার
১ম ম্যাচ সকাল ৮:৩০ মিনেটে- শেমু এন্টারপ্রাইজ (শাহজাহানপুর) বনাম আই হাই বয়েজ

২য় ম্যাচ সকাল ১০:০০ টায়- এবি এন্টারপ্রাইজ বনাম চরবাগদাঙ্গা স্পোর্টিং ক্লাব 

৩য় ম্যাচ সকাল ১১:১৫ মিনেটে- ব্রাদার্স স্পোর্টিং ক্লাব (গোগ্রাম) বনাম ব্রাদার্স কিং

 ৪র্থ ম্যাচ দুপুর ২:০০ টায়- মা জুয়েলার্স (শাহজাহানপুর) ভাই ভাই ফুটবল দল (আর্মি)  

৩য় দিন: শনিবার
সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *