গোয়ালিয়রে ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাজেভাবে হারে বাংলাদেশ! দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে পারবে কী শান্ত বাহিনীরা?
আজ দ্বিতীয় ম্যাচ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে এই মাঠেই শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ।

শুধু টি–টোয়েন্টির হিসাব করলে দিল্লিতে জয়ের চেয়ে হারই বেশি। তিনটি টি–টোয়েন্টি খেলে এর দুটিতেই হেরেছে ভারত। এই মাঠে ২০১৯ সালে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ।

তাহলে কি পরিসংখ্যান বলছে দিল্লিতে বাংলাদেশই এগিয়ে? সুখস্মৃতির এই ভেন্যুতে কি ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ?