আগামী ২৭ ডিসেম্বর শুরু হবে বিপিএলের ১১তম আসর। আর তার আগে ১৪ অক্টোবর রাজধানীর সোনারগাঁও হোটেলে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট, যা শুরু হবে বেলা ১১টায়। ড্রাফটের জন্য ৬টি শ্রেণিতে ১৮৮ জন স্থানীয় খেলোয়াড়ের নাম চূড়ান্ত করেছে বিসিবি। চূড়ান্ত হয়েছে সাতটি ফ্র্যাঞ্চাইজিও। কুমিল্লা ভিক্টোরিয়ানসের জায়গায় এবার নতুন ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী।
‘এ’ শ্রেণির ক্রিকেটারদের পারিশ্রমিক ছিল ৮০ লাখ টাকা। এবার সেটি কমে হয়েছে ৬০ লাখ টাকা। ‘বি’ শ্রেণিতে ৫০ লাখ থেকে হয়েছে ৪০ লাখ টাকা ও ‘সি’ শ্রেণিতে ৩০ লাখ থেকে হয়েছে ২৫ লাখ টাকা। ‘ডি’, ‘ই’ ও ‘এফ’ শ্রেণির পারিশ্রমিক আগের মতোই ২০, ১৫ ও ১০ লাখ টাকা রাখা হয়েছে।
‘এ’ শ্রেণির ১২ ক্রিকেটার লিটন দাস, মাহমুদউল্লাহ, শরীফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন, সাকিব আল হাসান, তামিম ইকবাল, তাসকিন আহমেদ ও তাওহিদ হৃদয়।
মাশরাফি বিন মুর্তজা ৪০ লাখ টাকার ‘বি’ শ্রেণির ১২ ক্রিকেটারের তালিকায়। ‘বি’ শ্রেণির অন্য ১১ ক্রিকেটার—আফিফ হোসেন, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান, পারভেজ হোসেন, মেহেদী হাসান, তানভীর ইসলাম, তানজিদ হাসান ও তানজিম হাসান।