বাংলাদেশের নতুন কোচ কে এই ফিল সিমন্স

৫ই আগস্ট সরকারের পতণের পরে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হক পাপন পদত্যাগের পরে বিসিবিতে এসেছে অনেক পরিবর্তন। বিসিবির নতুন সভাপতি নিযুক্ত হয় ফারুক আহমেদ। ফারুক আহমেদ দায়িত্ব নেওয়ার পরেই গুঞ্জন উঠে বাংলাদেশ জাতীয় দলের কোচ হাথুরেসিংহের চাকরি থাকছেনা।
তবে ভারত সফরের ভরাডুবির পর নতুন করে মাথাচাড়া দেয় হাথুরুর ইস্যু। অবশেষে এই ইস্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল ক্রিকেট বোর্ড। বিসিবি সভাপতি এই বিষয়ে জানান, ‘সে (হাথুরুসিংহে) তিন মাসের বেশি সময় ছুটি কাটিয়েছে। এটাও চুক্তির বাইরে। আমরা সবাই কিছু না কিছুর জন্য জবাবদিহি করতে হয়। আমি নিজেও যা ইচ্ছে তাই করতে পারব না। তিনি ক্রিকেটারের সাথেও মিস ব্যবহার করেছেন, চুক্তির নিয়ম নিয়েও মিস কন্ড্রাক্ট করেছেন। এই জন্য শাস্তি।’

বাংলাদেশ দলের নতুন কোচ হয়েছেন ফিল সিমন্স। মঙ্গলবার এ কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ। চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তার সঙ্গে চুক্তি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বাংলাদেশ দলের নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ফিল সিমন্সকে।
ফিল সিমন্স ২০১৫ সালের মার্চ মাসে তার জন্মস্থান ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার প্রস্তাব গ্রহণ করেন। ২০১৬ সালে, তিনি ওয়েস্ট ইন্ডিজ দলকে ভারতে ঐতিহাসিক দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সময়ের কোচ হিসেবে নেতৃত্ব দেন। তিনি আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ ছিলেন 
এবং পরবর্তীতে ২০১৭ সালে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হন।
অক্টোবর ২০১৯ সালে, তিনি ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচ হিসেবে পুনরায় নিযুক্ত হন। অস্ট্রেলিয়ায় ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তিনি পদত্যাগ করেন। তিনি পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি করাচি কিংস তাকে ২০২৩ সালে দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়। সর্বশেষ তিনি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাকে পাপুয়া নিউ গিনির ‘বিশেষজ্ঞ কোচ’ নিযুক্ত করা হয় ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *