দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষেই সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলবে টাইগাররা। ৬, ৯ এবং ১১ নভেম্বর দুবাইয়ে মাঠে গড়াবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তিন ওয়ানডে ম্যাচ। এই সিরিজে সাকিব আল হাসান খেলবেন নাকি খেলবেন না তা নিয়ে চলছিল আলোচনা। শেষ পর্যন্ত সাকিবকে ছাড়াই আজ শুক্রবার (১ নভেম্বর) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।
একনজরে বাংলাদেশের স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।