কেকেআর কর্তৃপক্ষ আমাকে কিছু জানায়নিঃ মিচেল স্টার্ক

গত আইপিএলের নিলামে রেকর্ড ২৪ কোটি ৭৫ লাখ টাকা খরচ করে মিচেল স্টার্ককে দলে ভিড়িয়েছিল শাহরুখ কানের কলকাতা নাইট রাইডার্স। যা আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত সবচেয়ে দামি ক্রিকেটার বিশ্বকাপ জয়ী এই তারকা পেসার। আসন্ন আসরের জন্য রিটেইন করেনি কেকেআর।

২০২৫ আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হবে এই নভেম্বর মাসেই। ভারতীয় ক্রিকেট বোর্ড নিয়ম করে নিলামের আগে ৬ জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে দলগুলো। সে নিয়ম হিসেবে কেকেআর রিটেইন করে ৬ জন ক্রিকেটারকে। সেই ৬ জনের মধ্যে জায়গা হয়নি স্টার্কের।

নাইট রাইডার্স দলে না থাকার বিষয়টি স্টার্ক শুনেছেন সংবাদমাধ্যম থেকে। এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার এই পেসার বলেছেন, ‘কেকেআর কর্তৃপক্ষ আমাকে কিছু জানায়নি। আমার সঙ্গে কোনো কথা হয়নি।’
কিছুটা আক্ষেপের সুরেই বললেন, ‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এ রকমই। কী করা যাবে? সানরাইজার্স হায়দরাবাদের প্যাট কামিন্স আর ট্র্যাভিস হেড ছাড়া সবাইকেই নিলামে যেতে হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *