লামিন ইয়ামাল, যারা ফুটবলের একটু-আধটু খোঁজ খবর রাখেন তাদের কাছে খুব পরিচিত একটি নাম।
লামিন ইয়ামাল বর্তমান সময়ে কম বয়সি ফুটবলারদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। তিনি বার্সেলোনা এবং স্পেনের আক্রমণভাগের খেলোয়াড়। বার্সেলোনার যুব ক্লাব লা-মাসিয়া থেকে উঠে এসেছে। লা-মাসিয়া থেকে উঠে এসেছে বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি, জাভি, পিকে, ইনিয়েস্তা, বুসকেটসদের মত তারকা ফুটবলার। মাত্র ১৫ বছর ৯ মাস ১৬ দিন বয়সে বার্সলোনার জার্সিতে লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে মাঠে নেমে ক্লাবের ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে সিনিয়র দলে খেলার নজির গড়েন তিনি।
এইতো কয়েকদিন আগেই “গোল্ডেন বল“ জিতলেন এই খুদে তারকা ফুটবলার। এই পরুস্কারটি সাধারণত ২১ বছর বয়সি ফুটবলারদের জন্য, কিন্ত ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই জিতেছেন। এর আগে অনূর্ধ্ব-২১ বয়সী সেরা খেলোয়াড়ের আরেক পুরস্কার কোপা ট্রফিও জেতেন ইয়ামাল।
তবে মাঠের মধ্যে প্রবেশ করার সময় বা ম্যাচ শুরুর আগে মোনাজাতের মত করে দুই হাত তুলে চোখ বন্ধ করে কিছু একটা মনে মনে বলেন। আর এই মোনাজাতের মত করে দুই হাত তুলা দেখে দর্শকদের মাঝে প্রশ্ন জাগে লামিন ইয়ামাল কি তাহলে মুসলিম!
লামিন ইয়ামাল Lamine Yamal নামটি বাংলায় লিখলে হয় লামিন জামাল। লামিনের বাবা মুনির নাসরাউই হচ্ছে মরক্কোন এবং মা শীলা এবানা বিষুবীয় গিনীয় খ্রিস্টান। তবে লামিন ইয়ামাল ইসলাম ধর্মের অনুসারী। ইয়ামাল একজন মুসলিম ফুটবলার।