সাকিব ও তাঁর স্ত্রী শিশিরের ব্যাংক হিসাব তলব

মাঠে কিংবা মাঠের বাইরে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের।
শেয়ারবাজার কেলেঙ্কারির দায়ে গত ২৪ সেপ্টেম্বর ৫০ লাখ টাকা জরিমানা দেন সাকিব।
এইবার আসলো আরেকটা দুঃসংবাদ।
সাকিব ও তাঁর স্ত্রী উম্মে শিশিরসহ সাতজনের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
নির্দেশনায় বলা হয়েছে, পাঁচ কার্যদিবসের মধ্যে ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের নাম, কোম্পানি বা সংগঠনের নামে থাকা সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ফিক্সড ডিপোজিট (এফডিআর) ও ডিপোজিট প্লাস স্কিম (ডিপিএস) হিসাবের তথ্য পাঠাতে হবে।

সাকিব আল হাসান গত নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিক নিয়ে মাগুরা-১ আসন থেকে নির্বাচিত হন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আদবর থানায় সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলাও দেয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *