মাঠে কিংবা মাঠের বাইরে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের।
শেয়ারবাজার কেলেঙ্কারির দায়ে গত ২৪ সেপ্টেম্বর ৫০ লাখ টাকা জরিমানা দেন সাকিব।
এইবার আসলো আরেকটা দুঃসংবাদ।
সাকিব ও তাঁর স্ত্রী উম্মে শিশিরসহ সাতজনের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
নির্দেশনায় বলা হয়েছে, পাঁচ কার্যদিবসের মধ্যে ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের নাম, কোম্পানি বা সংগঠনের নামে থাকা সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ফিক্সড ডিপোজিট (এফডিআর) ও ডিপোজিট প্লাস স্কিম (ডিপিএস) হিসাবের তথ্য পাঠাতে হবে।
সাকিব আল হাসান গত নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিক নিয়ে মাগুরা-১ আসন থেকে নির্বাচিত হন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আদবর থানায় সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলাও দেয়া হয়।