চ্যাম্পিয়নস লিগে হর দিয়ে শুরু হয় বার্সেলোনার। প্রথম ম্যাচে মোনাকোর ঘরের মাঠে ২-১ গোলে হারে বার্সেলোনা। রাতে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের ক্লাব ইয়াং বয়েজকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে রাফিনহা-লেভানডভস্কিরা। ম্যাচে জোড়া গোল করেন রবার্ট লেভানডভস্কি। এছাড়াও ১টি করে গোল করেন রাফিনহা এবং ইনিগো। অপর গোলটি আসে ইয়াং বয়েজের মোহামেদ আলী কামার অত্মঘাতী গোলে।
রাতের অনান্য মাচের ফলাফল
আর্সেনাল ২-০ গোলে পরাজয় করে পিএসজি কে।
ম্যানচেস্টার সিটি ৪ গোল দিয়েছে ব্রাতিসলাভাকে।
বরুসিয়া ডর্টমুন্ড ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে সেল্টিককে।
লেভারকুসেন ১-০ গোলে জয় পেয়েছে এসি মিলানের বিপক্ষে।
অপরদিকে আজ রাত ১টায় লিলের মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।