২০২৩ সালে সিটির কাছে হারার পর রাতে লিলের কাছে চ্যাম্পিয়নস লিগে পরাজয়। প্রথমার্ধের যোগ করা সময়ে রিয়ালের বক্সে কামাভিঙ্গার হ্যান্ডবল করায় পেনাল্টি পায় লিল। স্পটকিক থেকে ঠান্ডা মাথায় গোল করেন ফরাসি ক্লাবটির ফরোয়ার্ড জোনাথন ডেভিড। এই এক গোল পিছিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ হয়। এরপর আর কোন দলই গোল করতে না পারায় ১-০ গোলে পরাজিত হয় রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগে এ পর্যন্ত ২ ম্যাচ খেলে একটিতে হারল রিয়াল। নিজেদের প্রথম ম্যাচটি ৩–১ গোলে জিতেছিল স্টুটগার্টের বিপক্ষে।
কেউ কি ভেবেছিল এস্টোন ভিলা সুপার বায়ার্ন কে হারাবে ১-০ গোলে? না ভাবলেও রাতে সেটাই ঘটেছে। ৭৯ মিনেটে জন ডুরানের একমাত্র গোলটি করেন। এমি মার্টিনেজের তিনটি ডাইভিং সেভ, সাথে ম্যাচসেরার পুরষ্কার।
বেনফিকার কেরেম আক্তুরকোগলু, অ্যাঞ্জেল ডি মারিয়া, আলেকজান্ডার বাহ এবং ওরকুন কোক্কু গোল করে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৪-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করেছে টানা দুটি জয়ের মাধ্যমে।
অ্যানফিল্ডে ইতালীয় দল বোলোগনার বিপক্ষে ২-০ গোলের জয় পান লিভারপুল। লিভারপুলের হয়ে প্রথম গোলটি করেন ম্যাক অ্যালিস্টার অপর গোলটি করেন মোহাম্মদ সালাহ।
দশ জনের জুভেন্টাস স্বাগতিক আরবি লিপজিগকে ৩-২ গোলে পারজিত করেছে।