সাকিবকে একসময় বলা হতো বাংলাদেশের জান বাংলাদেশের প্রাণ। সেই প্রাণ ২০২৪ বিপিএলে খেলতে পারবেন না এটা মোটামোটি নিশ্চিত ভাবেই বলা যায়।
আর সাকিব কেন খেলতে পারবেন না সেটাও সবারই জানা। প্রথমত সাকিব আল হাসান হত্যা মামলার আসামি দেশে আসলে গ্রেফতার হবার সম্ভাবনা রয়েছে, দ্বিতীয়ত কোন দলই চাইছেনা এই মুহুর্তে সাকিবকে দলে নিয়ে জনগণের বিপক্ষে যেতে। সাকিব দলে থাকলে স্পন্সর পাওয়া যেমনটা সহজ ঠিক ততটাই কঠিন সাকিবকে দলে রেখে জনগণের রোষানলে পড়ার এমনটাই মনে করছেন টিম মালিকরা। তাই সাকিবকে ছাড়াই দলগুলো তাদের দল গুছানো শুরে করেছে।
সাকিব আল হাসান বিপিএলের তিন আসরের টুর্নামেন্ট সেরা। সাকিব বিপিএলে থাকলে বাড়তি উন্মাদোনা থাকে বলে অনেকেই মনে করেন। সাকিবকে অনেক ভক্ত মিস করবে বলেও জানিয়েছেন।
বিপিএলের ড্রাফট ১০ ডিসেম্বর। পোস্টার বয় সাকিবকে ছাড়াই হবে এবারের বিপিএল!