তিন ম্যাচের প্রথম টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ।
১৯.৫ ওভারেই অল আউট হয় টাইগাররা। দলের হয়ে সর্বচ্চ ৩২ বলে ৩৫ রান করে অপরাজিত ছিলেন মেহেদি মিরাজ।
ম্যাচের প্রথম ওভারেই একটি চার মারার পরের বলে আর্শদিপের শিকার হয় লিটন দাস। ম্যাচের তৃতীয় ওভারে ৯ বলে ৮ রান করে আর্শদিপের বলে বোল্ড আউট হন পারভেজ ইমন। এরপরে একে একে ফিরে যায় তাওহীদ হৃদয়, মাহমুদুল্লাহ ও জাকের আলি। ৯.২ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ৫৭ রান করে চাপে তখন বাংলাদেশ।
মেহেদি মিরাজকে সাথে নিয়ে সম্মানজনক একটা সংগ্রহ করার লক্ষে ব্যাট করতে থাকা অধিনায়ক শান্ত ২৫ বলে ২৭ রান করে ওয়াশিংটনের বলে ক্যাচ দিয়ে ফিরে যান। এক ছক্কা এক চারে ৫ বলে ১১ রান করে রিশাদ।
এখন বাংলাদেশের বোলাররা পারবে কি ভারতকে ১২৭ রানের মধ্যে আটকাতে!