ভারতের কাছে ২-০ তে টেস্ট সিরিজ হারার পর আজ সন্ধা সাড়ে ৭টায় ৩ ম্যাচের প্রথম টি২০ ম্যাচ খেলতে মাঠে নামবে টাইগাররা। টেস্ট সিরিজে ধাবলঢোলাই হবার পরে টি-২০ তে ঘুরে দাড়াতে চাই শান্ত-হৃদয়রা। তবে শান্তদের জন্য খুব একটা সহজ হবে না তা ভালোভাবেই বুঝা যাচ্ছে। কেননা টানা ১৫টি টি-টোয়েন্টি সিরিজে অপরাজিত রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।
বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টিতে মোট ১৪ বার মুখোমুখি হয়, বাংলাদেশ মাত্র ১টি ম্যাচ জয়লাভ করে ভারতের দিল্লিতে ২০১৯ সালে। বাকি ১৩ টি ম্যাচেই জয়লাভ করে ভারত।
২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারানোর খুব কাছাকাছি গিয়েও পারেনি মাহমুদুল্লাহ-মুশফিক। মাত্র ১ রানে পরাজিত হয় সেইদিন।
সংবাদ সম্মেলনে টাইগার ব্যাটার তাওহীদ হৃদয় বলেন, “আমরা অবশ্যই এখানে জিততে এসেছি। এটা আমাদের জন্য সিরিজ জয়ের বড় একটা সুযোগ। এখানে আসার আগে ঢাকায় আমরা অনুশীলন করেছি। আমি মনে করি আমরা ভালোভাবে প্রস্তুত। আশা করছি ভালো করব। আলাদা করে কিছু করিনি। অবশ্যই সিরিজ গুরুত্বপূর্ণ। সবাই এখানে ভালো করতে চায়। আমরাও সেরা চেষ্টাটা করব। আন্তর্জাতিক ক্রিকেটে চাপ থাকেই কম-বেশি। সেটি মাথায় থাকলে ভালো করতে পারব না। আমাদের মনোযোগ ভালো করার দিকে, ফলাফল পক্ষে আনার দিকে।“
বিপরীত টিভি/হোসেন সারওয়ার