ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে লজ্জার হার পাকিস্তানের

ঘরের মাঠে বাংলাদেশের কাছে ২-০ তে টেস্ট সিরিজ হারে পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে ৩ টেস্টের প্রথম টেস্টে ইনিংস ও ৪৭ রানে হারলো স্বাগতিকরা।
টেস্টের প্রথম ইনিংসে ৩ সেঞ্চুরিতে ৫৫৬ রান করে বাবর আযমরা। অধিনায়ক শান মাসুদে ১৫১, সালমান আঘা ১০৪ এবং আব্দুল্লাহ শাফিক ১০২ রান করার পাশাপাশি সাউদ শাকিল করেন ৮২ রান।
ইংল্যান্ড তাদের ইনিংসের শুরুতেই অধিনায়ক অইলি পপ শুন্য রানে ফিরে গেলেও ধাক্কা সামলে দারুণ জুটি গড়েছেন আরেক ওপেনার জ্যাক ক্রলি ও অভিজ্ঞ জো রুট।
ইংল্যান্ড ৯৬ রানে ১ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করে। তৃতীয় দিনে শুরুতেই ওপেনার জ্যাক ক্রলি ৭৮ রানে শাহিন আফ্রিদির বলে ফিরে গেলে বেন ডাকেট কে সাথে নিয়ে জুটি বাধেন অভিজ্ঞ জো রুট। লাঞ্চের পরে বেন ডাকেট ৭৮ বলে ৮৪ রান করে আউট হন। হ্যারি ব্রুককে সাথে নিয়ে অভিজ্ঞ জো রুট করেন ৪৫৪ রানের অবিশ্বাস্য এক জুটি। জো রুট ফিরে যান টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত সেরা ইনিংস ২৬২ রান করে, অপর প্রান্তে হ্যারি ব্রুক করেন ৩২২ বলে ৩১৭ রান। ওয়ানডে স্টাইলের ব্যাটিংয়ে ১৫০ ওভারে ৮২৩ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে ইংল্যান্ড। টেস্ট ইতিহাসে এ নিয়ে মাত্র চতুর্থবার ইনিংসে ৮০০ রানের দেখা মিলল।
পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংসের প্রথম বলেই অপেনার আব্দুল্লাহ শফিক আউট হয়ে ফিরে যান। পাকিস্তান দলিয় ৬৪ রানেই ৫টি উইকেট হারায়। আঘা শালমানের অপরাজি ৪১ ও আমের জামালের অপরাজিত ২৭ রানের উপর ভর করে ১৫২ রানে ৬ উইকেট নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করে পাকিস্তান।
পঞ্চম দিনের প্রথম শেসন শেষ হবার আগেই পাকিস্তান ২২০ রানে অল আউট হয়ে ইনিংস ও ৪৭ রানে পারাজয় বরণ করে। নিজেদের দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের হয়ে শালমান আঘা ৬৩ রান ও আমের জামালের অপরাজিত ৫৫ রান করেন। ইংল্যান্ডের হয়ে জ্যাক লিচ নেন ৪টি উইকেট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *