আজ ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলতে নামবে টাইগাররা। প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ আগেই হেরে আছে শান্তরা। আজকের এই ম্যাচ হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচ না শুধু আজকে অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদের বিদায়ী ম্যাচ। আর তাই টাইগাররা মাহমুদুল্লাহ রিয়াদের বিদায়ী ম্যাচকে স্মরণীয় করতে জিততে মরিয়া বাংলাদেশ।
মাহমুদুল্লাহ সিরিজের প্রথম ম্যাচে করেন ১ রান এবং দ্বিতীয় ম্যাচে ৩ ছক্কায় ৩৯ বলে ৪১ রান করেন। ১৪০ ম্যাচে ৮টি হাফ-সেঞ্চুরিতে ২৪৩৬ রান ও ৪০ উইকেট শিকার করেছেন মাহমুদুল্লাহ। বিদায়ী ম্যাচে দলের জন্য এবং নিজের জন্য স্মরণীয় করে রাখতে অবদান রাখতে চাইবে নিশ্চয়।
হায়দারাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাহমুদুল্লাহ রিয়াদের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।