আগামী ২৮ ডিসেম্বর বিপিএলের ১১তম আসর শুরু হবে। তার আগে আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে প্লেয়ার ড্রাফট। ড্রাফটের আগেই দেশি ১৯৮ ক্রিকেটারের মধে ১৮ জন ক্রিকেটারকে দলে নিয়েছেন ফ্র্যাঞ্চাইজিরা।
সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান এবং তাওহীদ হৃদয় দল পেয়েছেন “এ“ ক্যাটাগোরি থেকে।
“বি“ ক্যাটাগোরি থেকে দল পেয়েছেন আফিফ হোসেন ধ্রুব, এনামুল হক বিজয়, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, তানজিদ হাসান তামিম এবং তানজিম হাসান সাকিব।
নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন এবং জাকির হাসান দল পেয়েছেন “সি“ ক্যাটাগোরি থেকে।
“ডি“ ক্যাটাগোরি থেকেসরাসরি চুক্তিতে মাত্র ১ জনকে (জিশান আলম) দলে ভিড়িয়েছে দুর্বার রাজশাহী।
কিন্ত বাংলাদেশের তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে এখনো কোন ফ্র্যাঞ্চাইজি দলে নেইনি।
এখন দেখার বিষয় আগামীকাল ড্রাফট থেকে কোন দল কিনে কি না।
যদি ড্রাফট থেকে কোন দল না কিনে তাহলে অফ্রিকার বাভুমার মত অধিনায়ক হয়েও দল না পাওয়ার রেকর্ডে নাম লিখাবেন টাইগার অধিনায়ক।
অথচ বিপিএলের ৯ম আসরের টুর্নামেন্টে ৫১৬ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে টুর্নামেন্ট সেরার পুরস্কার উঠেছিল সিলেটের শান্তর হাতেই।