শেষ হলো ১১তম আসরের প্লেয়ার ড্রাফট। এর আগে দলগুলো সরাসরি চুক্তিতে দেশি-বিদেশি ক্রিকেটারদের দলে ভিরিয়েছিলো। তবে যাদের সরাসরি চুক্তিতে দলে নেইনি তাদের আশা ছিলো আজকের প্লেয়ার ড্রাফটে দল পাবে।
দুঃখের বিষয় হচ্ছে গত বছরের মতো এইবারো কোন দল আগ্রহ দেখায়নি মমিনুলের প্রতি। যদিও গতবছর প্লেয়ার সংকটে শেষের দিকে রংপুরে দল যোগ দিয়েও কোন ম্যাচ খেলার সুযোগ পাননি মমিনুল ইসলাম।
অপরদিকে প্লেয়ার্স ড্রাফট থেকে কোনো দল পাননি মোসাদ্দেক হোসেন সৈকতও। দুইজন ছিলেন ফটের “সি” ক্যাটাগরির ২৫ লাখ টাকা মূল্যের খেলোয়াড়।
বিদেশি খেলোয়াড়দের মধ্যে দল পাননি টম ব্রুস। গত আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছিল টম ব্রুস। পুরো আসর জুড়ে ধারাবাহিক পারফরম্যান্স করেছেন। ৯ ম্যাচ খেলে ২ ফিফটিতে ৪৬.৩৩ গড়ে ২৭৮ রান করেছিলেন তিনি। স্ট্রাইক রেটও ছিল ১২৮.১১।
এছাড়াও দল পাননি নিউজিল্যান্ডের ব্যাটসম্যান মার্টিন গাপটিল।