সাকিব খেলবেন শেষ টেস্ট, দেশে আসবেন কবে?

সাকিব আল হাসান ভারতে টেস্ট সিরিজের সময় জানিয়েছিলেন মিরপুরে আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট ম্যাচ খেলতে চান যদি বিসিবি নিরাপত্তা দেই।
দেশের পরিস্তিতি এমন যে সাকিব তার শেষ টেস্ট ম্যাচ তো দূরে থাক দেশে আসতেই পারবে না। কেননা সাকিবের বিরুদ্ধে আদাবর থানায় হত্যা মামলার আসামি করা আছে।
তবে সব কিছু ছাপিয়ে ক্রিড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাকিবের শেষ ইচ্ছা পূরণ করার জন্য সর্বোচ্চ নিরাপত্তা দিতে রাজি হয়েছেন।
২১ অক্টোবর মিরপুরে বাংলাদেশ-আফ্রিকা ১ম টেস্ট অনুষ্ঠিত হবে। ১ম টেস্টর জন্য সাকিবকে রেখেই সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করলো বিসিবি।
বৃহস্পতিবার আমেরিকা থেকে দেশে ফিরছেন সাকিব। ঢাকায় নেমেই টিমের সঙ্গে যোগ দেবেন তিনি। এমনটাই জানিয়েছে বিসিবির এক কর্মকর্তা।
বাংলাদেশ টেস্ট দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, জাকের আলী (উইকেটরক্ষক), তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, নাঈম ইসলাম ও খালেদ আহমেদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *