হেনরিক ক্লাসেনকে ২৩ কোটি তে ধরে রাখলো হায়দ্রাবাদ, ট্রাভিস হেডের দাম কত?

আইপিএল ২০২৫ এর জন্য মেগা নিলাম হবে। তবে তার আগে প্রতিটা দল ৫ জন করে ধরে রাখতে পারবে। ইএসপিএনের খবর অনুযায়ী হায়দ্রাবাদ এখন পর্যন্ত ৩ জনকে ধরে রেখেছে।
হেনরিক ক্লাসেন, পাট কামিন্স ও অভিষেক শর্মাকে ধরে রেখেছে বলে জানান ইএসপিএন। হেনরিক ক্লাসেনকে ধরে রাখতে গুনতে হবে ২৩ কোটি রুপি। গত বছরে দাম ছিলো মাত্র ৫ কোটি ২৫ লাখ।
গত আইপিএলে পাট কামিন্স ছিলো হায়দ্রাবাদের অধিনায়ক। গত বছর নিলাম থেকে ২০ কোটি ৫০ লাখে দলে ভিরান সানরাইজ। এইবার ১৮ কোটি রুপিতে দলে রাখছে অজি অধিনায়ককে।
৫ বছর ধরে সারনাইজের হয়ে খেলে আসছেন অভিষেক শর্মা, তবে গত বছর মারকুটে ব্যাট করে নজর কেড়েছেন তিনি। গত বছরের সাড়ে ৫ কোটির অভিষেক শর্মাকে ১৪ কোটি রুপিতে এইবারো রেখে দিয়েছে হায়দ্রাবাদ।
এখন পর্যন্ত ৩ জনকে ধরে রাখার খবর আসলেও গুঞ্জন উঠেছে ট্রাভিস হেড ও নীতীশ কুমার রেড্ডিকেও ধরে রাখবে সানরাইজ হায়দ্রাবাদ।
তবে বিসিসিআই ৩১ অক্টোবর ধরে রাখার শেষ তারিখ নির্ধারণ করেছে। তার আগেই জানা যাবে ট্রাভিস হেড ও নীতীশ কুমার রেড্ডিকে দলে রাখছে কি না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *