ভারতকে হারাতে নিউজিল্যান্ডের দরকার ১০৭ রান

বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে অলআউট হয় রোহিত-কোহলিরা। যা ক্রিকেট ইতিহাসে তাদের তৃতীয় সর্বনিম্ন রানের রেকর্ড।
নিউজিল্যান্ড প্রথম ইনিংসে করেন ৪০২ রান, দলের হয়ে সর্বোচ্চ ১৩৪ রান করেন অলরাউন্ডার রাচিন রাবিন্দ্রা। এছাড়াও টিম সাউদির ৬৫ এবং ডেভন কনওয়ে ৯১ রান করেন।
দ্বিতীয় ইনিংসটা শুরুটা ভালো করেছেলি রোহিত-জায়শাল। দলিয় ৭২ রানে ওপেনার জায়শাল প্যাটেলের বলে আউট হয়। রোহিত শর্মা দলিয় ৯৫ রানে আউট হলে বিরাট কোহলি ও শারফারাজ খান বড় স্কোর করে তৃতীয় দিন শেষ করতে চেয়েছিল। দিনের শেষ বলে বিরাট কোহলি ৭০ রানে আউট হলে ৩ উইকেট হারিয়ে ৪৯ ওভারে ২৩১ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করে ভারত।
চতুর্থ দিনের প্রথম শেষনে কোন উইকেট না হারিয়ে ৩৪৪ রান করে, এর মধ্যে শারফারাজ খান তার টেস্ট ক্রিকেটের প্রথম সেঞ্চুরি তুলে নেন।
লাঞ্চ বিরতির পরে শারফারাজ খান ১৬৮ বলে ১৫০ রান করে আউট হয় দলিয় ৪০৮ রানে। এরপরে সাত উইকেট শেষ ৫৪ রানেই হারিয়ে ফেলে রোহিত শর্মার দল। যার মধ্যে ৯৯ রানে আউট হয় রিশাভ পান্ত।
ভারত ৪৬২ রানে অলআউট হওয়াতে জেতার জন্য শেষ দিনে কেবল ১০৭ রান দরকার নিউজিল্যান্ডের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *