আজ শনিবার (১৯ অক্টোবর) বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে সাত দল ও জোটের সঙ্গে সংলাপ শুরু হবে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায়।
সাত দল ও জোটের মধ্যে রয়েছে-আন্দালিব রহমান পার্থর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট, গণফোরাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), লেবার পার্টি, ১২ দলীয় জোট ও গণতান্ত্রিক মুক্তি কাউন্সিল।
গণফোরামের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে বিকেল ৩টায়।
লিবারেল ডেমেক্রাটিক পার্টির সংলাপ হবে বেলা সাড়ে ৩টায়।
বিকেল ৪টায় জাতীয় মুক্তি কাউন্সিল।
বিকেল সাড়ে ৪টায় ১২ দলীয় জোট।
বিকেল ৫টায় জাতীয়তাবাদী সমমনা দল।
বিকেল সাড়ে ৫টায় এনডিএম।
লেবার পার্টি ও গণতান্ত্রিক বাম ঐক্য।
সন্ধ্যা ৬টায় জাতীয় সমাজতান্ত্রিক দল(আ-প্র)।
সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় পার্টির (আন্দালিব) সঙ্গে সংলাপ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
এর আগে, গত ৫ অক্টোবর বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বেশ কয়েকটি দলের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বরাবরের মতো এবারও ডাকা হয়নি বিগত সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টিকে (জাপা)।