দীর্ঘ এক বছরের (১৭ অক্টোবর) ইনজুরিকাল শেষ করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। গত বছরের ১৭ অক্টোবর বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলতে নেমে নেইমার অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) চোটে পড়েন। এরপর ব্রাজিল পোষ্টারবয় আর মাঠে ফিরতে পারেনি।
২১ অক্টোবর সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নেইমারের একটি ভিডিও পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরবের ক্লাব আল হিলাল।
ভিডিওতে নেইমার বলেন, কেউ একজন ফিরে আসছে। আমি জানি, আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আমিও তাই। ২১ অক্টোবর, আমি আবার মাঠে ফিরছি।
বাংলাদেশ সময় রাত ১০টায় এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আল-আইনের বিপক্ষে খেলবে নেইমারের দল আল হিলাল। এই ম্যাচ দিয়ে দীর্ঘ একবছর পর মাঠে ফিরবেন এই তারকা ফুটবলার।