ঢাকা টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানেই অলআউট হয়ে যায় শান্ত-মুসফিকরা। দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে ১৪০ রান ৬ উইকেট হারিয়ে ৩৪ রানের লিড নিয়ে প্রথমদিন শেষ করে।
তবে আজকে সাদমান-মিরাজরা ব্যাটিং খারাপ করলেও তাইজুল ৫টি উইকেট নিয়ে ম্যাচে ফিরিয়েছে । অধিনায়ক মার্কারামকে ফিরিয়ে প্রথম উইকেট শিকার করেন হাসান মাহমুদ । এরপর বাকি ৫টি উইকেট নেন তাইজুল ইসলাম। আজকের এই ৫টি উইকেট শিকারের মাধ্যমে সাকিবের পরে ২০০ উইকেটর মাইলফলক ছুয়েছেন তাইজুল।
মিরপুরে সংবাদ সম্মেলনে সাংবাদিকের এক প্রশ্ন করে, সাকিব না থাকায় সাকিবকে কোন ভাবে মিস করছেন কি না?
জবাবে তাইজুল বলেন “প্রথম প্রশ্ন হচ্ছে আপনার সাকিব ভাই নাই, তাই তো। সাকিব ভাই ছাড়া আমি যে খেলিনি তা কিন্ত না। আমি থাকা পর্যন্ত সাকিব ভাই ছাড়া অনেক ম্যাচ খেলেছি। আমরা নিউজিল্যান্ড টেস্ট জিতেছি, সাকিব ভাই ছিলেন না। আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে এখানেও জিতেছি, তখনও সাকিব ভাই ছিলেন না। এমন অনেক উদাহারণ আছে। আসলে আপনি তো একজন খেলোয়াড়কে ৫০ বছর খেলাতে পারবেন না।”