ইমার্জিং এশিয়া কাপ টি-টুয়েন্টিতে আজ সন্ধ্য ৭টা ৩০ মিনিটে মাঠে নামবে শ্রীলঙ্কা এ দল বনাম বাংলাদেশ এ দল। আকবর আলীরা নিজেদের প্রথম ম্যাচে হংকককে ৫ উইকেটে হারিয়ে টুর্ণামেন্ট শুরু করলেও দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান এ দলের কাছে ৪ উইকেটে হেরেছে হৃদয়-রনিরা। আজকে সন্ধ্যায় দুই দলের জন্যই বাঁচা মরার লড়াই।
২ ম্যাচের ২ ম্যাচে জয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে আফগানিস্তান এ দল। বাংলাদেশ ও শ্রীলঙ্কা একটি জয় ও একটি পরাজয়ে নেট রান রেটে এগিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে আছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ আছে তিনে।
রান রেটে এগিয়ে থাকলেও আজকের ম্যাচে যে দল জিতবে সেই দল গ্রুপের দ্বিতীয় স্থানে জায়গা করে সেমিফাইনাল খেলবে।