নো বলে ছয় মারলেন রনি আম্পায়ার দিলেন ডেড বল

ইমার্জিং এশিয়া কাপের আজকের বাঁচা-মরার ম্যাচ ছিলো বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে। হারলেই টুর্ণামেন্ট হতে বিদায়।
শ্রীলঙ্কার দেওয়া ১৬২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালো শুরু করেন ওপেনার সাইফ ও ইমন। ভালো শুরু করেও আকবর আলী, তাওহীদ হৃদয়, নাইম শেখদের ব্যাটিং ব্যর্থতায় ১০৩ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ।
৩০ বলে যখন ৫৯ রান দরকার তখন ব্যাট করছিলেন আবু হায়দার রনি, তিনি দুই ওভারে তিন ছক্কায় বাংলাদেশের আশা একটু বাঁচিয়ে রাখার চেষ্টা করলেন।

১৮ বলে জয়ের জন্য দরকার ৩৭ রান। ১৮তম ওভারে এসান মালিঙ্গার প্রথম বলেই লং অফের উপর দিয়ে ছক্কার মারলেন আবু হায়দার রনি। ফিল্ডার সীমানার বাইরে থাকায় ডেলিভারি হওয়ার আগেই আম্পায়ার সেটিকে ডেডবল হিসেবে বিবেচনায় নিলেন। আম্পায়ারের এমন সিদ্ধান্ত মানতে পারছিলেন না আবু হায়দার। বাংলাদেশের ডাগ আউটও প্রতিবাদ করলেন চতুর্থ আম্পায়ারের কাছে গিয়ে। যদিও শেষ পর্যন্ত অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকে। তাতে বিফলে যায় আবু হায়দারের ছক্কায়। সেখান থেকেই একটু একটু করে মোমেন্টাম হারাতে থাকে বাংলাদেশ।
শেষ পর্যন্ত শ্রীলঙ্কার কাছে ১৯ রানে হেরে ইমার্জিং এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলো বাংলাদেশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *