মুহাম্মাদ স. এর সবচেয়ে প্রিয় ব্যক্তির গল্প

এমন একজন মানুষের গল্প শোনাবো যিনি ছিলেন মুসলিম উম্মাহর শ্রেষ্ঠতম ব্যক্তি। যিনি সম্মানিত সাহাবীদের মধ্যে সর্বোত্তম। সকল নবী ও রাসূলের পরে সবচেয়ে সম্মানিত ও মর্যাদাবান ব্যক্তিত্ব। তিনি আর কেউ নন তিনি হলেন ইসলামের প্রথম খলিফা আমিরুল মু’মিনীন খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দিক রা.। আবু বকর তাঁর কুনিয়াত বা উপনাম। বকর মানে হলো অগ্রবর্তী হওয়া। তিনি অনুপম স্বভাব চরিত্রের অধিকারী ও যে-কোন মহৎ কাজে অগ্রগামী হওয়ার কারণে তাঁকে আবু বকর বলা হতো ডাকা হতো। তিনি এ নামেই সমধিক খ্যাত ও পরিচিত ছিলেন। তাঁর প্রকৃত নাম হলো আব্দুল্লাহ। ইসলাম গ্রহণ পূর্ব নাম ছিল আবদুল কাবা। মুহাম্মাদ স. তাঁর নাম পরিবর্তন করে রাখলেন আব্দুল্লাহ। পুরো নাম হলো আব্দুল্লাহ ইবনে উসমান ইবনে আমের আল কুরাইশি আত তাইমি। তাঁর সম্মানিত পিতার নাম আবু কুহাফা উসমান ইবনে আমের যিনি মক্কা বিজয়ের দিন ইসলাম গ্রহণ করেন। আর মায়ের নাম সালামাহ বিনতু সাখার। আবু বকর রা. ৫৭৩ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। বয়সে তিনি রাসূলুল্লাহ স. এর দুই বছরের ছোট ছিলেন। উম্মুল মু’মিনীন আইশাহ রা. হলেন তাঁর কন্যা সে সূত্রে আবু বকর রা. ছিলেন নবী স. এর সম্মানিত শশুর। আবু বকর আব্দুল্লাহ রা. অনেকগুলো উপাধিতে ভূষিত ছিলেন। তিনি আস সিদ্দিক_ মহাসত্যবাদী, আল আতকা আল্লাহভীরু, সাহিবুর রাসূল রাসূল স. এর সাথী, আল আওয়াহ তথা সকাতর প্রার্থনাকারী ও আল্লাহর প্রতি একান্ত মনোনিবেশকারী, আল আতিক অর্থাৎ মুক্তিপ্রাপ্ত-সুন্দর প্রভৃতি। তিনি ছিলেন দেখতে উজ্জল ফর্সা, শরীর ছিল হালকা ছিপছিপে। তাঁর চুল ও দাঁড়ি ছিল মেহেদী ও কাতাম ঘাসে রাঙানো। ছিলেন অত্যন্ত কোমল হৃদয় ও নরম স্বভাবের অধিকারী সুদর্শন দয়ালু সুপুরুষ। ইসলাম প্রচারে-আল্লাহর পথে তিনি তাঁর সমুদয় সম্পদ বিলিয়ে দিয়েছিলেন রাসূল স. এর মাধ্যমে। নবী স. এর সাথে হিজরতের সময়ে সাথী ছিলেন আবু বকর আস সিদ্দিক রা.। তাঁকে একবার একব্যক্তি খলিফাতুল্লাহ সম্বোধন করলে তিনি তা সংশোধন করে দিয়ে বলেছিলেনÑ আমি খলিফাতুল্লাহ নই আমি খলিফাতুর রাসূল। এই মহান ব্যক্তিত্বের মর্যাদা উল্লেখ করা হয়েছে হাদিসে। একবার রাসূল স. আবু বকর ও ওমর রা. এর দিকে তাকালেন এবং বললেন, এ দু’জন জান্নাতবাসীদের মধ্যে নবী-রাসূল ছাড়া পূর্ববর্তী ও পরবর্তী সকল বৃদ্ধের নেতা। তিনি আরও বলেছেন, আবু বকরের সম্পত্তি দিয়ে আমার যে উপকার হয়েছে, তা আর কোন মানুষের সম্পত্তি দিয়ে হয়নি। হাদিসে আরও উল্লেখ করা হয়েছে যে, যার কাছেই আমাদের ঋণ ছিল তা আমরা পরিশোধ করেছি একমাত্র আবু বকরের ঋণ ছাড়া। কারণ তাঁর এমন ঋণ আমাদের কাছে রয়েছে যা আল্লাহ স্বয়ং পরিশোধ করবেন। রাসূল স. কে জিজ্ঞাসা করা হয়েছিল আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? তিনি অকপটে বললেন, আবু বকর! রাদিয়াল্লাহু তা’য়ালা আনহু। রাসূল স. এর সবচেয়ে প্রিয় এ মহান ব্যক্তি খলিফাতুর রাসূল স. আবু বকর আব্দুল্লাহ আস সিদ্দিক রাদিয়াল্লাহু তা’য়ালা আনহু খেলাফতের দায়িত্ব পালন কালে ৬৩ বছর বয়সে মঙ্গলবার দিবাগত রাতে শীতকালে জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কুরআনের মুসহাফ তথা পান্ডুলিপি জমাকারী, প্রায় দুই বছর চার মাস খলিফার দায়িত্বপালনকারী, উম্মাহর সর্বোত্তম মানুষটিকে তাঁর স্ত্রী আসমা বিনতে উমাইস রা. নিজ হাতে গোসল করান। তারপর আবু বকর রা.কে তাঁরই অসিয়ত অনুযায়ী সালাতুল জানাজা শেষে রাসূল স. এর কবরের পাশে নবী স. এর কাঁধ বরাবর মাথা রেখে কবর¯’ সমাহিত করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা আমাদের কল্যাণ দান করুন, আমিন।

লেখক: সৈয়দ আল জাবের

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *