শান্তকে অধিনায়ক থেকে সরানো প্রসঙ্গে যা বললেন বাশার

এই বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের তিন ফরম্যাটের অধিনায়কের দায়িত্ব পান নাজমুল হোসেন শান্ত। এর পর থেকেই তিনি ব্যাট হাতে অধারাবাহিক হয়ে পড়েছেন। তাকে এক ফরম্যাটের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। 

বাশার বলেছেন, ‘শান্ত আমাদের সেরা ব্যাটসম্যান। কিন্তু ওর সেই ব্যাটিংটা আমরা দেখতে পাচ্ছি না। ওর কাছে দলের প্রত্যাশা অনেক বেশি থাকে। ও সেভাবেই তৈরি হয়েছে, সেভাবেই পারফর্ম করে আসছিল। অধিনায়কত্ব ওর ওপর চাপ সৃষ্টি করছে কি না… তিনটা ফরম্যাটে অধিনায়কত্ব করা আসলেই চ্যালেঞ্জিং। অধিনায়ক যেই থাকুক না কেন, তাকে যদি আমরা সবসময় চাপে রাখি, তাহলে তার কাজটা কঠিন হয়ে যায়।’

 সুমন আরো বলেন, ‘শান্তকে পরিবর্তন তো করাই যায়। কিন্তু পরিবর্তনের আগে ভাবতে হবে, পরে যে আসবে তার সঙ্গেও আমরা এমন করব কিনা। তার সঙ্গেও যদি আমরা এমন করি, তাহলে তো দুই দিন পর ক্যাপ্টেন খুঁজে পাবেন না। কোনো দলের ক্ষতি করতে চাইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সেই দলের অধিনায়কের পেছনে লাগা। ক্যাপ্টেন আনসেটলড হলে দলের সেটলড পারফর্মেন্স করা কঠিন। একজন অধিনায়ককে আমরা বিবেচনা করব দুই বছর পর।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *