যে কোনো খেলায় বিশ্বের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীদের মধ্যে একটি, এল ক্লাসিকো হল একটি সাধারণ ফুটবল ম্যাচ, যেখানে স্পেনের দুটি বৃহত্তম ক্লাব একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে।
এই দুই দল ইতিহাস জুড়ে ২৫৭ বার মোকাবেলা করেছে,রিয়াল মাদ্রিদ ১০৫ বার জয়লাভ করে বার্সেলোনার জয় ১০০, ৫২টি ড্র হয়েছে।
লিওনেল মেসি এই ম্যাচের সর্বোচ্চ গোলদাতা, আর্জেন্টাইন বার্সেলোনায় তার উজ্জ্বল ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদের বিপক্ষে অবিশ্বাস্য ২৬ গোল করেছিলেন, যেখানে একটি নির্দিষ্ট ক্রিশ্চিয়ানো রোনালদো বার্সেলোনার বিরুদ্ধে লস ব্লাঙ্কোসের হয়ে ১৮টি গোল করেছিলেন।
বাংলাদেশ সময় আজ রাত একটায় মুখোমুখি হচ্ছে লা লিগার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। অপেক্ষা জমজমাট এক এল ক্লাসিকোর।
১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল। ঘরের মাঠে আজ রিয়াল জিতলে ধরে ফেলবে বার্সেলোনাকে। অন্যদিকে, বার্সার জয় মানে দূরত্ব বাড়বে আরও।