সাদিকুল্লাহ আতাল! ফিউচার আফগান স্টার!

ইমার্জিং টিমস এশিয়া কাপে চার ম্যাচে চারটে হাফসেঞ্চুরি করেছেন সাদিকুল্লাহ! গুরবাজ-জাদরানের পাশাপাশি আরও একজন ভরসাযোগ্য ওপেনার হয়ে উঠতে পারেন সাদিকুল্লাহ! আফগানিস্তানের কাবুল প্রিমিয়ার লিগে এক ওভারে সাতটা ছক্কা মারার বিরল রেকর্ড রয়েছে তার নামের পাশে! আতাল নেন ওভারে ৪২ রান।

ইমার্জিং টিমস এশিয়া কাপে সাদিকুল্লাহ আতালের পারফরমেন্স:

🔴 শ্রীলঙ্কা ‘এ’-এর বিপক্ষে – 83(46)

🔴 বাংলাদেশ ‘এ’-র বিপক্ষে – 95(55)*

🔴 হংকং-এর বিপক্ষে – 52(41)

🔴ভারত ‘এ’-র বিপক্ষে – 83(52)
৪ ইনিংসে ১০৪.৩৩ এভারেজে, ১৬১.৩৪ স্টাইক রেটে ৩১৩ রান

টি২০ তে শেষ ১১ ম্যাচের রান
৩৩, ৪৯,৮৯, ৩০, ৩৭, ১, ৭৫*, ৮৩, ৯৫*, ৫২, ৮৩

এইবার বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন এই মারকুটে ব্যাটার। এছাড়া বাংলাদেশ বনাম আফগানিস্তান ওডিআই সিরিজের জন্য আফগান দলে ডাক পেয়েছেন।
আফগানিস্তানের হয়ে এ পর্যন্ত ছয়টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন তিনি।

বেস্ট অফ লাক ম্যান! আফগান ক্রিকেটের উত্থানে আরও একটা নাম জুড়ুক ভবিষ্যতে!

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *