কেন ব্যালন ডি ‘অর পাননি ভিনি জানালেন ফ্রান্স ফুটবল

পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে লেকিপে টেলিভিশনকে কেন ব্যালন ডি ‘অর পাননি ভিনি তা নিয়ে কথা বলেছেন ফ্রান্স ফুটবল সাময়িকীর এডিটর-ইন-চিফ ভিনসেন্ট গার্সিয়া। তিনি ভিনির পুরস্কার না পাওয়ার পেছনে একই ক্লাবের একাধিক সতীর্থের উপস্থিতির কথা উল্লেখ করে বলেন, ‘নিশ্চিতভাবে ভিনিসিয়ুস সম্ভবত শীর্ষ পাঁচে থাকা বেলিংহ্যাম ও কারভাহালের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে। গাণিতিকভাবে তাদের কারণে পয়েন্ট ভাগাভাগি হয়ে গেছে। কারণ জুরি বোর্ডে রিয়ালের ৩-৪ জন থেকে একজনকে ভোট দিতে হয়েছে, তাতে লাভবান হয়েছে রদ্রি।’

এবার ব্যালন ডি’অরের দৌড়ে ছিলেন রিয়ালের পাঁচজন ফুটবলার। এর বাইরে ভিনির সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করেছেন জ্যুড বেলিংহ্যাম ও দানি কারভাহাল। রিয়ালের মতে– কারভাহালকেও বঞ্চিত করা হয়েছে। ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ১০০ দেশের সাংবাদিকরা ভোট দেন ব্যালনজয়ী নির্ধারণে। তাদের ভোটেই প্রেস্টিজিয়াস এই পুরস্কার উঠেছে রদ্রির হাতে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *