১৯৫৬ সাল থেকে ব্যালন ডি’অরের পুরস্কার দেয়া হয়। ইতিহাসের প্রথম ব্যালন ডি’অর পুরস্কার জিতেছিলেন ইংল্যান্ডের স্ট্যানলি ম্যাথিউস। সেসময় তিনি ইংলিশ ক্লাব ব্ল্যাকপুলের হয়ে খেলতেন।
ব্যালন ডি’অরের পুরস্কার আগে দেয়া হতো শুধু ইউরোপিয়ানদের মধ্যে। তবে ১৯৯৫ সালে এই নিয়মে পরিবর্তন আনা হয়। ইউরোপিয়ানদের বাইরে সর্বপ্রথম ব্যালন ডি’অর পুরস্কার জিতেছিলেন লিবিয়ার কিংবদন্তী ফুটবলার জর্জ ওয়েহ।
দেশ হিসেবে সবচেয়ে বেশি ব্যালন ডি’অর জিতেছে কারা? এটার উত্তর আর্জেন্টিনা। এক লিওনেল মেসি-ই ৮টি ব্যালন ডি’অর পুরস্কার জিতেছেন। তিনি ছাড়া আর কোনো আর্জেন্টাইন ব্যালন ডি’অর পুরস্কার জিতেনি।
এরপর ৭টি করে ব্যালন ডি’অর পুরস্কার জিতেছে জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস এবং পর্তুগালের ফুটবলাররা। যেখানে জার্মানি ও ফ্রান্সের ৫ জন এবং নেদারল্যান্ডস এবং পর্তুগালের ৩ ফুটবলার এই পুরস্কার জিতেছে।
ব্রাজিলের ৪ ফুটবলার পাঁচটি ব্যালন ডি’অর জিতেছেন। পাঁচটি করে ব্যালন ডি’অর জিতেছে ইংল্যান্ড ও ইতালিও।
স্পেন রদ্রিকে দিয়ে ৪টি ব্যালন ডি’অর জিতলো। এছাড়াও ৩টি ব্যালন জিতেছে সোভিয়েত ইউনিয়নের ফুটবলাররা।
২০০৭ সালে শেষবার ব্রাজিলের কোনো ফুটবলারের হাতে উঠেছিল ব্যালন ডি’অর পুরস্কার। সেবার এসি মিলানে খেলা ব্রাজিলিয়ান তারকা কাকা জিতেছিলেন ব্যালন ডি’অর। এইবার ব্রাজিলের ভিনি ব্যালন ডি’অর পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তার পাওয়া হয়নি।