লখনউ সুপার জায়ান্টস যে পাঁচ জনকে রিটেনশন করলো

আইপিএল ২০২৫ এর জন্য মেগা নিলাম হবে। তবে তার আগে প্রতিটা দল ৫ জন করে ধরে রাখতে পারবে। বিসিসিআই ৩১ অক্টোবর ধরে রাখার শেষ তারিখ নির্ধারণ করেছিলো। আজই শেষদিন কাকে কাকে দলগুলো রিটেনশন করবে তাদের নাম।

আজকে আইপিএল ২০২৫-এর জন্য লখনউ সুপার জায়ান্টসের পাঁচ রিটেনশন নাম প্রকাশ করেছে।
নিকোলাস পুরান ২১ কোটিতে; গত আইপিএলে পেয়েছেন ১৬ কোটি টাকা!
ময়ঙ্ক যাদব ১১ কোটিতে; গত আইপিএলে পেয়েছেন ২০ লক্ষ টাকা!
রবি বিষ্ণই ১১ কোটিতে; গত আইপিএলে পেয়েছেন ৪ কোটি টাকা!
আয়ুষ বদোনি ৪ কোটিতে; গত আইপিএলে পেয়েছেন ২০ লক্ষ টাকা!
এবং মহসিন খানকে ৪ কোটিতে রিটেনশন করেছে লখনউ সুপার জায়ান্টস; গত আইপিএলে পেয়েছেন ২০ লক্ষ টাকা!
তবে গত দুই আসরের অধিনায়ক কেএল রাহুলকে ছেড়ে দিয়েছে।

বড় বড় তারকাদের পরিবর্তে তারা ফোকাস করেছে তরুণ ভারতীয় ক্রিকেটারদের উপর!

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *