৩ সেঞ্চুরিতে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৬ উইকেটে ৫৭১ রান। ছক্কা মেরে মুল্ডার তিন অঙ্কের ঘরে পৌঁছানোর পরই ইনিংস ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা।
চট্টগ্রাম টেস্টে প্রথম দিনে দক্ষিণ আফ্রিকা ২ উইকেটে ৩০৭ রান করে। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে খেলা হয়েছিলো ৮১ ওভার। সেঞ্চুরি পেয়েছলিনে ডি জর্জি ও স্টাবস। দুজনের ক্যারিয়ারেই প্রথম টেস্ট সেঞ্চুরি এটি।
স্টাবস আউট হলেও ১৪১ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন ডি জর্জি। বাংলাদেশের হয়ে ২টি উইকেটই নিয়েছিল তাইজুল ইসলাম।
আজ দ্বিতীয় দিনের শুরুটা ভালোভাবেই করেছিল আফ্রিকান ২ ব্যাটসম্যান। দ্বিতীয় দিনের প্রথম সেশনে খেলা হয়েছে ২৯ ওভার। রান হয়েছে ১০৬।
১৭৭ রানের ইনিংস খেলে আউট হয় ডি জর্জি। ৫৯ রান করে আউট হয়েছেন বেডিংহাম।
উইয়ান মুল্ডারের ১৫০ বলে অপরাজিত ১০৫ রানের ইনিংস এবং মুতুসামি অপরাজিত ছিলেন ৭০ রানে। ৫ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম এবং ১টি উইকেট নিয়েছেন নাহিদ রানা।