কাকে ধরে রাখবে আর কাকে ছেড়ে দেবে বর্তমান চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স, তা নিয়ে কৌতুহল ছিল ফ্যানেদের। অবশেষে রিটেনশন তালিকা প্রকাশ করল কেকেআর।
রিংকু সিংকে ১৩ কোটি টাকায়, সুনিল নারাইনকে ১২ কোটি টাকায়, আন্দ্রে রাসেলকে ১২ কোটি টাকায়, ভারুন চক্রবর্তিকে ১২ কোটি টাকায়, হর্ষিত রানাকে ৪ কোটি টাকায় এবং রমনদীপ সিংকে ৪ কোটি টাকায় ধরে রাখলো বর্তমান চ্যাম্পিয়নরা।
গতবারের চ্যাম্পিয়ন অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ছেড়ে দিল কেকেআর এবং রিটেনশন তালিকায় জায়গা হয়নি গতবারের ২৪.৭৫ কোটির তারকা মিচেল স্টার্ক।