২০২২ সালের চ্যাম্পিয়ন এবং ২০২৩ সালের রানার-আপ দল । তবে সাফল্য পাওয়া ক্রিকেটারদের ছেড়ে দিতে রাজি নয় গুজরাত। সেই তালিকায় যেমন অভিজ্ঞ নাম রয়েছে তেমনই তরুণ ক্রিকেটারদের উপরেও ভরসা রাখা হয়েছে। গুজরাত ধরে রাখলো শুভমন গিল, রশিদ খান, সাই সুদর্শন, শাহরুখ খান এবং রাহুল তেওয়াটিয়াকে।
শুভমন গিলকে সাড়ে ১৬ কোটি টাকায়, রশিদ খানকে ১৮ কোটি টাকায়, সাই সুদর্শনকে ৮ কোটি টাকায়, শাহরুখ খানকে ৪ কোটি টাকায় এবং রাহুল তেওয়াটিয়াকে ৪ কোটি টাকায় রিটেনশন করলো ২০২২ সালের চ্যাম্পিয়নরা।