রবিন উঠাপ্পার ১ ওভারে ৩৭ রান নিলেন রবি বোপারা

হংকংয়ে সিক্স এ সাইড টুর্নামেন্টে আজ ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে ইংল্যান্ডের হয়ে ওপেনার ব্যাটসম্যান হিসেবে ব্যাট করতে নামেন রবি বোপারা ও সামিট প্যাটেল। ম্যাচের চতুর্থ ওভারে বল করতে আসেন ভারতের অধিনায়ক রবিন উঠাপ্পা। আর এই ওভারেই ৬ বলে ৬টি ছক্কা হাকান রবি বোপারা। ওভারটিতে ১টি ওয়াইড সহ ৩৭ রান দেন ভারতীয় এই বোলার।
নির্ধারিত ৬ ওভারে ইংল্যান্ড ১২০ রান করে। রবি বোপারা ১৪ বলে ৮টি ছয়ের সাহায্যে ৫৩ রান করে মাঠ থেকে উঠে যায়। এছাড়াও সামিট প্যাটেল ৫টি ছয়ের সাহায্যে ৫১ রান করে।
৬ ওভারে ১২১ রানের টার্গেটে ব্যাট করছে ভারত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

preload imagepreload image