ভারত কি টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারবে?

বাংলাদেশকে ২-০ তে সিরিজ পরাজিত করে টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে ছিলো রহিতের দল। কিন্ত নিউজিল্যান্ডের কাছে ৩-০ তে ধাবলধোলাই হয়ে টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে অনেক হিসাব কষতে হচ্ছে গত দুই বারের রানার্সআপ দলকে।

তবে ভারতের পক্ষে এখনো টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়া সম্ভব। তবে কাজটা কঠিন হবে রোহিত-বিরাটদের জন্য।

পয়েন্ট টেবিলে তাকালে হিসাব পরিস্কার যে, বর্ডার-গাভাসকর ট্রফির পাঁচ ম্যাচের মধ্যে কমপক্ষে চারটিতেই জিততে হবে ভারতকে ৷ তাহলে অন্য কারও ভরসায় না-থেকেই ফাইনালে যাবে টিম ইন্ডিয়া ৷ কিন্তু ফলাফল তেমনটা না-হলে অর্থাৎ, চারটি ম্যাচ জিততে না-পারলে অন্যান্যদের দিকে তাকিয়ে থাকতে হবে ভারতীয় দলকে ৷

ভারত
শতাংশ: 58.33, ম্যাচ বাকি: অস্ট্রেলিয়া (পাঁচ ম্যাচ; অ্যাওয়ে)

নিউজিল্যান্ড
শতাংশ: 54.55, ম্যাচ বাকি: ইংল্যান্ড (তিনটি ম্যাচ; হোম)


দক্ষিণ আফ্রিকা
শতাংশ: 54.17, সিরিজ বাকি: শ্রীলঙ্কা (দুটি ম্যাচ; হোম টেস্ট) এবং পাকিস্তান (দুটি ম্যাচ; হোম)

অস্ট্রেলিয়া
শতাংশ: 62.50, সিরিজ বাকি: ভারত (পাঁচটি ম্যাচ; হোম টেস্ট) এবং শ্রীলঙ্কা (দুটি ম্যাচ; অ্যাওয়ে)

শ্রীলঙ্কা
শতাংশ: 55.56, সিরিজ বাকি: দক্ষিণ আফ্রিকা (দুটি ম্যাচ; অ্যাওয়ে টেস্ট) এবং অস্ট্রেলিয়া (দুটি ম্যাচ; হোম টেস্ট)

ইংল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ ও ওয়েস্টেন্ডিজ অনেক আগেই ছিটকে গেছে টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপের রেস থেকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *