ঘরের মাঠে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু সাকিবের দেশে ফেরা নিয়ে আবারও জটিলতা সৃষ্টি হয়েছে। যদিও বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে দেশে ফেরার কথা ছিল সাকিবের।
যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসার উদ্দ্যেশ্যে ইতিমধ্যেই দুবাই এসেছেন সাকিব। তবে আজ তার ঢাকার বিমান ধরা হচ্ছে না! নিরাপত্তা ইস্যুতে তাকে সতর্ক করা হয়েছে এবং সিকিউরিটির পক্ষ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাকে ঢাকার বিমানে উঠতে নিষেধ করা হয়েছে!
সোর্স: যমুনা টেলিভিশন
সাকিবের দেশে ফিরতে বাধা নেই–যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এমন আশ্বাসের পর গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দলে সাকিবকে রাখা হয়।