বেঙ্গালুরু টেস্টে প্রথম দিন বৃষ্টিতে ভেসে যায়। আজ দ্বিতীয় দিনে ভারত টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। দলিয় ৭ রানে অধিনায়ক রোহিত শর্মাকে বোল্ড আউট করেন টিম সাউদি। ০ রানে আউট হয়ে ফিরেন তিন ও চারে ব্যঅট করতে আসা বিরাট কোহলি ও শারফারাজ খান। এরপরে আউট হয়ে ফিরেন জায়শাল, কেএল রাহুল ও জাদেজা। এই প্রতিবেদন লেখার সময় ভারত ৩৪ রানে ৬ উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে গেছে দুই দল।
৬ উইকেটের মধ্যে ০ রানে আউট হয়েছে চারজন ব্যাটসম্যান। ৭ রানে জীবন পাওয়া রিশাভ পান্ত অপরাজিত আছেন ১৫ রানে।