টসে জিতে ব্যাট করতে নেমে চোখে সরিষার ফুল দেখছে ভারতীয় ব্যাটসম্যানরা। ১০ রানে হারায় ৩ উইকেট, তারপরে ৩৪ রানে ৬ উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে যায়। লাঞ্চ থেকে ফিরে প্রথম বলেই ০ রানে আউট হয়ে ফিরে যান রবিচন্দ্রন অশ্বিন।
১১ জন ব্যাটসম্যানের মধ্যে ৫ জন ব্যাটসম্যান ০ রানে আউট হয়। বিরাট কোহলি, শারফারাজ খান, কেএল রাহুল, জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন কোন রানের খাতা না খুলেই ফিরে যান প্যাভিলিয়নে।
টেস্ট ইতিহাসে ২০২০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৬ রানে সর্বনিম্ন রানের রেকর্ড আছে ভারতের। ১৯৭৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৪২ রানে দ্বিতীয় সর্বনিম্ন রানের রেকর্ড আছে কোহলিদের। তবে দুইটি রেকর্ড ছিলো অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মাঠে। নিজেদের ঘরের মাঠে টেস্ট ইতিহাসে সর্বনিম্ন রানের রেকর্ড ৭৫ ওয়েস্টেন্ডিজের বিপক্ষে ১৯৮৭ সালে।
তবে আজ নিজেদের ঘরের মাঠে টেস্ট ইতিহাসে সর্বনিম্ন রানের ৪৬ রেকর্ড করে বসলো গৌতম গাম্ভিরের দল। দলের হয়ে সর্বোচ্চ রান করেন রিশাভ পান্ত ২০ এবং ওপেনার ব্যাটসম্যান জায়শাল করেন ১৩ রান।
নিউজিল্যান্ডের হয়ে ৫টি উইকেট নেন মার্ক হেনরি এবং ৪ টি উকেট নেন এদিন ও’ রুর্কি।