১১ টেস্ট হারের পরে অবশেষে জয় পেল বাবর আযমরা। পাকিস্তান দেশের মাটিতে সর্বশেষ টেস্ট জিতেছিল ২০২১ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
মুলতান টেস্টে পাকিস্তান ১ম ইনিংসে ৩৬৬ রান করে। বাবর আযমের পরিবর্তে অভিশেক হওয়া কামরান গোলাম ১১৮ ও সাঈম আইয়ুবের ৭৭ রান করে। ইংল্যান্ডের জ্যাক লিচ নেন ৪ উইকেট।
ইংল্যান্ড তাদের ১ম ইনিংসে ২৯১ রান করে। দলের হয়ে সর্বোচ্চ বেন ডাকেট ১২৯ বলে ১১৪ রান করেন। পাকিস্তানের দুই স্পিনার সাজিদ খান ৭ ও নোমান আলি নেন ৩ উইকেট।
২য় ইনিংসে সান মাসুদরা করে ২২১ রান। দলের হয়ে সর্বোচ্চ আঘা সালমান করে ৬৩ রান। ইংল্যান্ডের সোয়েব বাশির নেন ৪ উইকেট।
২৯৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই শুন্য রানে আউট হয় ১ম ইনিংসের সেঞ্চিুরিয়ান বেন ডাকেট। অধিনায়ক বেন স্টোকসের ৩২ বলে ২৭ রান। পাকিস্তানের দুই স্পিনার ২য় ইনিংসেও সাজিদ খান ২ ও নোমান আলি নেন ৮ উইকেট।
ইংলিশরা ১৫২ রানে পরাজিত হয়।
এই টেস্টে দুই ইনিংস মিলে ৪০ টি উইকেটের মধ্যে স্পিন বোলাররা নেন ৩২ টি উইকেট
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ৩৬৬ ও ২২১
ইংল্যান্ড: ২৯১ ও ১৪৪
ফল: পাকিস্তান ১৫২ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: সাজিদ খান।
সিরিজ: তিন টেস্ট সিরিজের দ্বিতীয়টি শেষে ১–১ সমতা