সাকিব ভক্তদের “চার দফা” দাবি, কি সেই চার দফা

আফ্রিকার সাথে শেষ টেস্ট খেলাের উদ্দেশ্যে আমেরিকা থেকে দুবাই পোছালেও দেশে আর আসতে পারেননি দেশ সেরা অলরাউন্ডার। সাকিবকে মানা করা হয় দেশে না আসার জন্য। ক্রিড়া উপদেষ্টা বলেন সাকিব কে নিরাপত্বাজনিত কারনে দেশে আসতে নিষেধ করা হয়েছে। তার প্রতিবাদ করতে আজ মিরপুর স্টেডিয়ামের সামনে হাজির হয় সাকবিয়ানরা।


দেখে নিন সেই চার দফা

1️⃣ অতিসত্বর সাকিবকে দেশে আসার সুব্যবস্থা ও শেষ ম্যাচ খেলার সুযোগ করে দিতে হবে।

2️⃣ বাংলাদেশে অবস্থানকালীন এবং দেশ ত্যাগের সময় তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

3️⃣ বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আমাদের এই কিংবদন্তিকে (সাকিব) সম্মানের সহিত বিদায় দেওয়ার ব্যবস্থা কর‍তে হবে।

4️⃣ স্টেডিয়াম প্রাঙ্গণে বাংলাদেশ ক্রিকেট ও ক্রিকেটারদের নিয়ে যেন অশালীন কোন কার্যকলাপ না হয়।

🔸 সাকিব ভক্তদের “চার দফা” দাবি, বিসিবিকে ২৪ ঘন্টার আল্টিমেটাম! দাবি না মানা হলে পরবর্তীতে তারা “এক দফা” কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে! এমনকি তারা জীবন দিতেও প্রস্তুত আছে।

আজ (১৮ অক্টোবর) মিরপুর স্টেডিয়ামের ২ নম্বর গেইটে জড়ো হওয়া সাকিব’ভক্তরা ঘোষণা দিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *